করোনা আবহে এবারের দুর্গাপূজায় কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৫২ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
হবিবপুর: বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গাপূজা উৎসব শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন,তারপর আপরবাঙালী মাতবে দূর্গা পূজায়।করোনা আবহে এবারের দুর্গাপূজায় কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।তাই এদিন শুক্রবার হবিবপুর ব্লক ও পুলিশ প্রশাসন তরফ থেকে বিভিন্ন অঞ্চলের সার্বজনীন ও ক্লাবগুলো নিয়ে দুর্গাপূজা নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল হবিবপুর ব্লকে। এই আলোচনা সভায় সমস্ত ক্লাবগুলোকে নিয়ে বৈঠক করেন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। এই আলোচনায় প্রশাসনের তরফ থেকে ক্লাবগুলোকে জানানো হয় এই বছর করোনা আবহে কি কি বিধি বা নিয়ম প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে তা নিয়ে একটি জরুরি বৈঠক করা হয়। এবছর করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তরফ থেকে সমস্ত ক্লাবগুলোকে 50 হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে আগেই।এসব বিষয় নিয়ে আলোচনা করে সমস্ত ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয় পূজা মন্ডপে কি কি বিধি মানতে হবে, এসব আলোচনা করা হয় এ জরুরি বৈঠকে। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের বিডিও শুভজিৎ জানা ও হবিপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি, হবিবপুর বিদ্যুৎ দপ্তর স্টেশন মাস্টার দেবব্রত মন্ডল,ছাড়াও বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল এর ডাক্তার অনুপ বৈদ্য সহ বিভিন্ন ক্লাবের পুজো কমিটির সদস্যরা।এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এই জরুরি বৈঠকে এবারের ২০২০ দুর্গাপূজা নিয়ে সমস্ত রকম আলোচনা করা হয়ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে।।।।