শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ

 অঙ্গনওয়াড়ি সেন্টার তথা আই সিটি ডি এস গুলোতে উন্নত মানের খাবার সরবরাহ, মাসিক বেতন কর্মী ও সহায়িকাদের ২১ হাজার টাকা এবং অবসরকালীন ভাতা ৫ লক্ষ করার দাবিতে মঙ্গলবার তমলুকের ডি এম অফিসে বিক্ষোভ দেখালো অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে তমলুক হাসপাতাল মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল শুরু হয়,পরে শতাধিক কর্মীরা বিক্ষোভ দেখায় জেলাশাসক অফিসে এবং সেখানে ডি এম-কে একটি স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব ছিলেন সংগঠনের জেলা যুগ্ম সম্পাদিকা পূর্ণিমা দণ্ডপাট, সুতপা দোলুই এবং এ আই ইউ টি ইউ সি'র পক্ষে লীলা সী।