শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কাউটস্- উদীচীর রক্তদান শিবির মালদায়

আলমগীর খান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৫ অক্টোবর ২০২০ সোমবার

মালদা জেলা ব্লাড ব্যাংক বেশিরভাগ সময় রক্তশূন্য দেখা যায়।এই মহামারী সময় হতাশ হয়ে ব্লাড ব্যাংকের বাইরে দিন গুনতে হয় বহু রুগির পরিবার কে। মালদা ব্যাংক কে রক্তে পরিপূর্ণ রাখতে আগামীকাল রক্তদান শিবির করা হলো মালদা জেলার ইংরেজবাজারের কৃষ্ণ কালিতলায়।একটি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা উদীচীর উদ্যোগে এবং ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও কৃষ্ণ কালিতলা ক্লাবের সহযোগিতায় কৃষ্ণ কালিতলা প্রাইমারি বিদ্যালয়ে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এইদিন রক্তদান শিবিরে।রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অমিতাভ মন্ডল, উদীচীর সম্পাদিকা অঞ্জনা শিকদার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক ও জেলা রক্তদান শিবির আহ্বায়ক নিরঞ্জন প্রামানিক ও অনিল কুমার সাহা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সহ অন্যান্যজন।।