কেন্দ্রীয় সরকারের কৃষি বিল সমর্থনে বিজেপির পথযাত্রা ফরাক্কায়
অভিজিৎ মন্ডল
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার
মুর্শিদাবাদ জেলার,ফরাক্কা বিধানসভায় বিজেপির পক্ষ থেকে ফরাক্কার আদিবাসী বাহাদুরপুর গ্রামে কেন্দ্রের কৃষকদের স্বার্থে 2020সালে কৃষি আইন আনার জন্য আজ ফরাক্কার বাহাদুরপুরে বিজেপির পক্ষ থেকে বিশাল পদযাত্রা ও জনসভা।পদযাত্রা শুরু হয় ডুলি পাহাড়ি থেকে বারোমাসিয়া প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা করা হয়।যেখানে
এই পথসভায় শামিল হয়েছে ফরাক্কা বিধানসভার কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা,প্রথম সারির কার্যকর্তাদের গলায় ঝুলছিলো তৃনমুল সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এর পোষ্টার।
পাশাপাশি এই জনসভায় বিজেপি কর্মীদের দাবি ছিল তৃণমূল কংগ্রেস যে ভাবে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি করছে সেসব কথাও তারা তুলে ধরেন।
যেখানে,বিজেপি করার অপরাধে রাজ্য সরকার সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করেছে।কোনো রং না দেখে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ এর টাকা দিতে হবে ।এমনটাই জানান বিজেপির রাজ্য কমেটির সদস্য মাননীয় -হেমন্ত ঘোষ মহাশয় এবং পায়ে হেঁটে পুরো পথসভাটি
পরিচালনা করেন সঙ্গে ছিলেন ষষ্টি ঘোষ রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য, কৌশিক চক্রবর্তী(প্রাক্তন টাউন সভাপতি),দীপেন্দু দাস (যুব মোর্চার সভাপতি)সহ একাধিক বিজেপি কার্যকর্তারা।