সাগরে নোঙর ফেলে যায় নদী
আবদুস সামাদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৪ অক্টোবর ২০২০ রোববার
সাগরে নোঙর ফেলে যায় নদী
-আবদুস সামাদ
আমার এ গ্রামীণ বুকের নিভৃত ব্যথার নিস্তবধতা ভেঙে অযথা
আজও তুমিও কতো বেপরোয়ার মতো সহাস্যে আওড়াও যথাতথা
তার ওই কথাশহরের কথা
তথা তার ওই অথই কথকতা
যা ওই থই থই
দই মাখা অথই
কথায় কথায় শুধু কথা পাড়ে
কথা অকথার ধু-ধূ কলপাড়ে
কিম্বা কথায় কথায় একনাগড়ে
কথা প’ড়ে থাকে সেই কথার ভাগাড়ে।
এম্নি ক’রেই তোমার ওই কথাশহরের পাশ বেয়ে বেয়ে নিরবধি
পারঙ্গম সঙ্গমেই সেই ব্যথার সাগরে নোঙর ফেলে যায় নদী
তাই সততই তোমার ওই কথাশহরের অন্দরমহলের
কতো বন্দর জুড়ে তারই সদর বুকপকেটে পড়ে থাকে ঢের
আমারে এ গ্রামীণ মুখ
সহ মফস্বল সুখ।