শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত বাংলাদেশ সীমান্তে অত্যন্ত গ্রাম তিলাসনে সেখানে সি ডিএস ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

মালদাঃ-গ্রাম অঞ্চলে মা বোনদের সুক্ষার স্বার্থে দিকে নজর রেখে এই গান্ধী জয়ন্তী ও ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে এক সেচ্ছাসেবী সংস্থা টিম অলওয়েজ স্মাইল পক্ষ থেকে দু'দিনব্যাপী গ্রাম অঞ্চলের মা-বোনদের এক ধাপ এগিয়ে স্বচ্ছতা, সুস্থতা ও সুরক্ষার রাখতে স্যানিটারি প্যাড বিতরনের মধ্যে দিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেন এই দুই দিন অলওয়েজ স্মাইল  টিমের পক্ষ থেকে হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে অত্যন্ত গ্রাম  তিলাসনে সেখানে আি সি ডিএস কর্মী দিদি দের সাহায্য নিয়ে, ছোট ছোট বোনদের মধ্যে প্রায় ১৫০ জন কে স্যানিটারি প্যাড তুলে দেওয়া হল।টিমের পক্ষ থেকে  বলা হয় আগামী দিনে বিভিন্ন জায়গায় আরো মা-বোনদের হাতে স্যানিটারি প্যাড তুলে দেওয়া ব্যাবস্থা করা হবে।