উত্তরপ্রদেশের যুবতীর গণধর্ষণ ও হত্যা পতিবাদে মৌন মিছিল তৃণমূলের
পূজা দাস ঠাকুর, ,মালদা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
উত্তরপ্রদেশের যুবতী মনীষা বাল্মীকির গণধর্ষণের পর হত্যা। তারই প্রতিবাদে মালদা জেলা কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগরে, তৃণমূলের নবনিযুক্ত ব্লক প্রেসিডেন্ট দুর্গেশ সরকারের নেতৃত্বে ধিক্কার মিছিলের আয়োজন করেন, বৈষ্ণবনগরের লালা পড়া মোড় হইতে বিডিও অফিস পর্যন্ত হাঁটলো প্রায় হাজার তিনেক তৃণমূল কর্মী সহ সাধারন মানুষ । সেই সভায় যোগদান করলেন শাহবাজপুরে অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট শাজাহান আলী, সেখানে আরো উপস্থিত আজহার মাস্টারমশাই, মনিরুল ইসলাম, প্রতুল চন্দ্র মন্ডল তৃণমূলের ওয়াকিং প্রেসিডেন্ট, সেখানে যোগদান করেন মালদা জেলা তৃণমূলের কডিনেটর অম্লান ভাদুরি। ধিক্কার মিছিল শেষে সেখানে বক্তব্য রাখেন দুর্গেশ সরকার, অম্লান ভাদুরি, শাহজাহান আলী, আরো অনেক তৃণমূল কর্মীরা। তারপর প্রমোদ ভবনে যোগদান পর্ব শুরু হয়।সেখানে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের মেম্বার ধনঞ্জয় মন্ডল সঙ্গেশতাধিক কংগ্রেস কর্মীদের নিয়ে এছাড়াও বিভিন্ন দল থেকে আসা প্রায় তিন শতাধিক মানুষ যোগদান করলেন তৃণমূলে। জেলা তৃণমূলের কো অর্ডিনেটর অম্লান ভাদুড়ী ও দূর্গেস সরকার কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে যোগদান করলেন। দুর্গেশ বাবু জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী বিধানসভার কথা মাথায় রেখে বিভিন্ন দল থেকে আসা মানুষকে দলে যোগ দিয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি করছি, বৈষ্ণবনগর বিধানসভায় ৮০ হাজার হিন্দু চাঁই কমিউনিটির ভোট আছে, তাদেরকে দলে ফেড়াতে আজ থেকে অভিযান শুরু করলাম। মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে কাজ করে যাব।