শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদা:-গত পাঁচ থেকে ছয় মাস ধরে জল বন্দি মালদার ইংরেজবাজার পৌরসভা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

মালদা:-গত পাঁচ থেকে ছয় মাস ধরে জল বন্দি মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। চরম দূর্দশার মুখে কয়েকশো পরিবার। পৌরসভার তরফ থেকে শুধুই আশ্বাস নেই কোনো সমাধান। এলাকায় বাড়ছে সাপ পোকামাকড়ের উপদ্রব, মশা বাহিত রোগের আবির্ভাব। দেখা নেই এলাকার প্রতিনিধির। এমত অবস্থায় শুক্রবার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকা পরিদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু মহাশয়, সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী মহাশয়, ছিলেন মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মহাশয় সহ অন্যান্য নেতৃত্বরা।

       জল বন্দীর ঘটনা নিয়ে রাজ্য সরকার ও ইংরেজবাজার পৌরসভাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সাংসদ খগেন মুর্মু মহাশয় ও বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী মহাশয়।

 সাংসদ বলেন ছ'মাস ধরে জলবন্দিতিন নম্বর ওয়ার্ডের এই ঘটনা সারা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই এ বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে জানানো হবে।

        বিশ্বপ্রিয় রায় চৌধুরী মহাশয় বলেন এখানে কাটমানির নিয়ে এলাকাকে ভরাট করে নিকাশি নালা বন্ধ করে এখন দুর্দশার মুখে এলাকার বহু মানুষ। প্রতিবাদ করলে মানুষের উপরে কেস দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষ বা এলাকার জনপ্রতিনিধি যিনি আছেন তাকেই কোমর বেঁধে ঘুরিয়ে গ্রেফতার করা উচিত।