শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গান্ধী জয়ন্তী ও স্বচ্ছভারত অভিযান দিবস উপলক্ষে সাফাই অভিযান পিএইচ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

গান্ধী জয়ন্তী ও স্বচ্ছভারত অভিযান দিবস উপলক্ষে সাফাই অভিযান পিএইচি গ্রুপ অফ বয়েজ এর 

 

মালদা ২অক্টোবর: আজ ২ রা অক্টোবর।রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস।সেই উপলক্ষে মালদা জেলার চাঁচল থানার কলিগ্রামের ছাত্র-যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপি গ্রুপ অফ বয়েজ এর পক্ষ থেকে বেশকিছু কর্মসূচির আয়োজন করা হয়।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়। 

 

সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন,আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হল বাজার, ব্যাংক এবং পঞ্চায়েত। তাই এই তিনটি এলাকা সাফাই এর সঙ্গে স্যানিটাইজেশন করা হলো। সাথেই সচেতনতা প্রচারের উদ্দেশ্যে বাজারের ব্যবসায়ী এবং পথচলতি মানুষদের মধ্যে মাক্স বিতরণ করা হয়। আমরা প্রত্যেকের কাছে এটাই বার্তা দিতে চাই যে করোনা আবহে মানুষকে বাইরে বের হতে গেলে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।সাথেই এই স্বচ্ছ ভারত অভিযান দিবসের দিন আমাদেরকে একটা শপথ নিতে হবে যে যেভাবে আমরা নিজেদের বাড়িঘর পরিষ্কার রাখি সেই ভাবে এলাকার রাস্তাঘাট এবং অন্যান্য জায়গা পরিষ্কার রাখব।

 

প্রসঙ্গত কলিগ্রামের ছাত্র-যুবকদের এই সংগঠন করোনা আবহে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মানুষ তথা সমাজের পাশে দাঁড়িয়েছে।এলাকার কোন মানুষের রক্তের দরকার হলে ছুটে যায় সংগঠনের ছেলেরা।এলাকার ছাত্র-যুবকদের উদ্যোগ এবং কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী