রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:০১ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

পূজা দাস ঠাকুর, মালদা:

মালদা ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই মর্মে শুক্রবার বৃন্দাবনী মাঠ সংলগ্ন গান্ধীজীর মূর্তিতে মাল্যদান এর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নীহার রঞ্জন ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা ইংরেজবাজার পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানান আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন পালন করা হলো।