হাতরাস ধর্ষণ: আসামের শিলচরেও বিক্ষোভ
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:১৬ পিএম, ১ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
সারা দেশের সঙ্গে শিলচরেও বুধবার এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর পক্ষ থেকে উত্তর প্রদেশের হাতরাসের ধর্ষণের শিকার মেয়ের মৃত্যুতে কালো দিবস পালন করা হয়৷ সন্ধ্যা সাড়ে পাঁচটায় সংগঠনগুলির কর্মীরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে মোমবাতি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত কর্মীরা উত্তর প্রদেশ সরকারের মহিলাদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, যোগী সরকারের আমলে সে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। উত্তর প্রদেশের হাতরাসের মেয়েটিকে ধর্ষণ করে ধর্ষণকারীরা তার মেরুদন্ড ভেঙ্গে জিহ্বা কেটে প্রায় মৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে৷ পরবর্তীতে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করানো হলেও ১৪ দিনে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই পরিস্থিতিতে সংগঠনগুলির পক্ষ থেকে দাবি জানানো হয়, হাতরাস গণধর্ষণে জড়িত অপরাধীদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করতে হবে৷ পাশাপাশি গণমাধ্যমে সব ধরনের অশ্লীলতার প্রচার বন্ধ করতে হবে ও দেশে মদ বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে।