শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মূল স্রোতে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

পূজা দাস ঠাকুর, মালদা:
রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার কেএলও জঙ্গিদের সমাজের মূল স্রোতে ফেরার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতে মঙ্গলবার চাকরি পেলেন কেএলও জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসা ৩৫ জন যুবক। এই দিন মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।  উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক রাজষি মিত্র, মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত চাকরি পাওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
অন্যদিকে এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান আজ ৩৫ জন যুবকের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হলো। স্পেশাল হোম গার্ড নিয়োগ করা হয়েছে তাদের। ৪৫ দিন প্রশিক্ষণের পর তারা কাজে যোগদান করবেন।