সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আসাম-ত্রিপুরার ২০৮ নং জাতীয় সড়ক খোলার দাবিতে ডিসির নিকট আমছু-র

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

আসাম-ত্রিপুরা ২০৮ নং কাঠালতলীর সড়কটি কোভিড ১৯ থাকায় দুই রাজ্যের প্রশাসন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে কোভিড ১৯ এর অবস্থা বিশেষ করে বরাক উপত্যকায় মুটামুটি স্বাভাবিক হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সেই রাস্তা খুলে না দেওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

তাই আজ আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমছু)-র করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় ডি.সি মহোদয়ের অনুপস্থিতিতে এ.ডি.সি মহোদয়ার নিকট একটি স্বারক পত্র প্রদান করি, যাহাতে শীঘ্রই সেই রাস্তাটি খুলে দেওয়া হয়।
স্মারক পত্র প্রদান কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমছু-র সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতার, করিমগঞ্জ জেলা আমছু-র সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, কাঠালতলী আঞ্চলিক আমছু-র সভাপতি হাফিজ হোসাইন আহমদ,সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ বদরুজ্জামান,একনিষ্ঠ কর্মী আজাদ হোসেন ও মিনহাজুল আবেদিন প্রমুখ।