সংলাপের আগে যা বললেন নেতারা
জাগরণ রিপোর্ট
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১১:০০ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার
সংলাপের মাধ্যমে দেশবাসীর আশা পূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের জন্য গণভবনে প্রবেশের আগে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো মন্তব্য করতে রাজী হননি। তিনি বলেন, সংলাপ হোক তখন দেখা যাবে কতটা সফল হয়।
অন্যদিকে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আবদুর রব বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে।
ঐক্যফ্রন্টের আরেক নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সংলাপের সফলতা বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সংলাপ শেষে বোঝা যাবে এটা কতটা সফল হলো।
আজ বুধবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসেছেন ঐক্যফ্রন্ট নেতারা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সংলাপে যোগ দিতে এরই মধ্যে ঐক্যফ্রন্ট নেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ১৪ দলের অন্যতম নেতা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণভবনে উপস্থিত হয়েছেন।
এর আগে, চলতি মাসের ১ তারিখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসেন আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ শীর্ষ নেতা। এরপর ২ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্ট, ৪ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলীয় জোট, ৫ নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোট।
জাহো