শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদাঃ- বামনগোলা ব্লকে এবার বন্যা পরিস্থিতি দেখা দিল মালদহের বামন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

মালদাঃ- বামনগোলা ব্লকে এবার বন্যা পরিস্থিতি দেখা দিল মালদহের বামনগোলা ব্লকের বেশ কয়েকটি গ্রামে৷ ওই ব্লকের বাঁশিপাড়া গ্রামে বাঁধ ভেঙেছে পুনর্ভবার৷ প্রায় ১০০ মিটার এলাকার বাঁধভাঙা জলে প্লাবিত এলাকার ৫-৭টি গ্রাম৷ কয়েক হাজার বিঘার আমন ধানের চাষ এখন জলের নীচে৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব ব্লক প্রশাসনের কাছে নেই৷ পরিস্থির উপর নজর রাখছে জেলা সেচ দপ্তর৷ 

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বামনগোলা ব্লকের বাঁশিপাড়া গ্রামে পুনর্ভবার বাঁধে ফাটল দেখা দেয়৷ সেই ফাটল এখন প্রায় ১০০ মিটার হয়ে গিয়েছে৷ বামনগোলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভোলাসামনা, গাড়াপাড়া, বাঁশিপাড়া, কুপাদহ সহ ৫-৭টি গ্রামের৷ কয়েক হাজার বিঘা জমির চাষ এখন জলের তলায়৷ কিছু বাড়িও জলবন্দি হয়ে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ বিপন্ন মানুষজন ভিড় জমিয়েছে ভাঙা বাঁধে৷ পরিস্থিতি আরও ভয়াবহ বলে বলেই সন্দেহ তাদের৷