মালদাঃ- বামনগোলা ব্লকের গত কয়েক দিন ধরে লাগাতার ভারি বৃষ্টির ফলে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার
মালদাঃ- বামনগোলা ব্লকের গত কয়েক দিন ধরে লাগাতার ভারি বৃষ্টির ফলে ভেঙে পড়েছে মাটির বাড়ি ও চালা। উত্তর মালদহে কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের ফলে অধিকাংশ কাঁচা বাড়ি গুলো ভেঙে পড়ছে। এদিন সকালে মালদহের বামন গোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের শিল্টানি এলাকায় ইমানুয়েল হেমব্রমের একই রাতে দুইটি মাটির বাড়ি ভেঙে পড়ার ফলে বর্তমানে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পরিবারটি। এই ঘটনার পরেও পঞ্চায়েতে তরফ থেকে কোনরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ ওই আদিবাসী পরিবারের। এই খবর পাওয়ার পরে বামন গোলা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সহকারি সভাপতি সুজয় সাহা ও সুজিত মণ্ডল পরিবারটির পাশে দাঁড়ান। এদিন তিনি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করার পর পরিবারটির হাটের মাথা গোঁজার মতো ত্রিপল ও কিছু খাদ্য সামগ্রী তুলে দেয় ওই পরিবারটির হাতে। পাশাপাশি ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন পরিবারটিকে।