শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীব

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার

মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এবং শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের আহ্বানে,সারা বাংলা প্রতিবাদ দিবসে তমলুকে সভাঃ

 

    

স্টাফ রিপোর্টার, পূর্ব মেদিনীপুরঃ২৮ সেপ্টেম্বরঃ

 

 ডাক্তার কাফিল খান, ভারভারা রাও, ওমর খালিদ সহ ভারতের বিভিন্ন প্রান্তে, প্রতিবাদী মানুষদের অন্যায় ও অগণতান্ত্রিক ভাবে গ্রেফতার। রাষ্ট্রীয় সন্ত্রাস বাকস্বাধীনতা হরণ এনআরসি-সিএএ-এর বিরুদ্ধে সারা বাংলা প্রতিবাদ দিবসে সোমবার তমলুকের মানিক তলার মোড়ে শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রতিবাদ সভা করল সিপিডিআরএস ও শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে যে রাষ্ট্রীয় সন্ত্রাস সম্প্রতি নেমে আসছে, উদারনৈতিক মানসিকতা ও গণতান্ত্রিক মননকে তা চূড়ান্ত আঘাত হানছে। মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর সাংবিধানিক অধিকার আজ প্রশ্নের মুখে।

 এই স্বৈরতান্ত্রিক সরকার, বর্তমান কালে নিজেদের আস্ফালন দেখাতে, মানুষের অসহায়তাকে পুঁজি করে সরকার একের পর এক কালা কানুন প্রয়োগ করে চলেছে, ঘটে চলেছে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মানিক মাইতি সিপিডিআরএসের জেলা সম্পাদক প্রদীপ দাস, আইনজীবী ময়ূখময় অধিকারী বিশিষ্ট নাগরিক মালেক্কুজামান প্রমূখ।

প্রদীপ দাস বলেন ,বর্তমানে চূড়ান্ত অগণতান্ত্রিক পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন সিপিডিআর,সারা বাংলা প্রতিবাদ দিবসে মানিকতলা মোড়ে প্রতিবাদ সভা করেছে।