আলিপুরদুয়রে পালিত হল বিশ্ব পর্যটন দিবস
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রোববার
আলিপুরদুয়ার :
আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব পর্যটন দিবস। রবিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে ডুয়ার্সের সব থেকে প্রাচীন গুম্ফা গাঙ্গুটিয়া চা বাগানে স্থিত টাসি ছোই কুণ্টেশিলিং গুম্ফাতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের সদস্যরা পৌছান এবং সেখানে প্রার্থনা করেন । পরবর্তীতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজাভাতখাওয়া বক্সা গেটে উদযাপন করা হয় বিশ্ব পর্যটন দিবস। সাথে ডুয়ার্সে পর্যটকদের বরণ করে নেওয়া হয় । এই বিষয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের পক্ষ থেকে অভিক গুপ্ত জানান যে গাঙ্গুটিয়া গুম্ফা ডুয়ার্সের প্রাচীন গুম্ফা এখানে বহু কিছু দর্শনীয় আছে এই গুম্ফাটি আমরা পর্যটনের মানচিত্রে আনার চেষ্টা করছি । এছাড়া এদিন রাজাভাতখাওয়া গেটে আমরা ডুয়ার্সের সাংষ্কৃতিক নিয়ম অনুযায়ী অতিথিদের বরণ করে নিলাম ।