সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যাম্পাস ফ্রণ্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে ইসলামোফোবিয়া আলোচনা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার

আবুল সাহিদ শিলচর আসাম :

-বদরপুর বিবাহ ভবনে ক্যাম্পাস ফ্রণ্ট অফ ইন্ডিয়া এস আই এফের উদ্যোগে

ইসলামোফোবিয়া নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীমিত সংখ্যক দর্শকদের উপস্থিতিতে বরাকের বিভিন্ন গুণীজনের আলোচনা ও ছাত্রদের মত বিনিময় থেকে অনেক কিছু নতুন জানার জিনিষ বেরিয়ে আসে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বরাকের তিন জেলা থেকে আগত ছাত্র ছাত্রী তথা বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে ইসলামীক "ভীতি ও ঘৃণা" নিয়ে ডিবেট অনুষ্ঠিত হয় সি আই এফ, এসএফ আই, এস আই ও, 

এর মধ্যে। ছিলেন মুস্তাফা জামিল, তাহের আহমেদ, সামনান মাজারভুইয়া, জাহির আহমেদ, আলমগীর সুলতান, আরশাদ তাপাদার।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মূল বিষয় "ইসলামোফোবিয়া" নিয়ে একে একে বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট বুদ্ধিজীবীরা। সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির এস এস কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন, এন সি কলেজের অধ্যাপক বি আর কে স্যার, শিক্ষক সাহাব উদ্দিন, বিকন জুনিয়র কলেজের উদ্যোগতা ফজলুল করিম সোহরাব, সোস্যাল এক্টিভিটিস এটিএম জাকারিয়া, মৌলানা নাজমুদ্দিন সহ বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীরা। ইসলাম নিয়ে চতুর্দিকে ছড়িয়ে থাকা ঘৃণা ও ভয়ের স্বরূপ প্রকাশ ও তার বাস্তবতা এবং বুদ্ধিজীবী সচেতন সমাজের উপর বর্তানো এ বিষয়ক দায়িত্বকে আলোচনার মাধ্যমে তুলে ধরাই ছিল প্রোগ্রামের আসল উদ্দেশ্য। এছাড়া আমাদের বরাক ভূমি আলোচনা-সমালোচনা ও যুক্তি-তর্ক করার মতো প্ল্যাটফর্ম শূন্য। এর গুরুত্ব অনুধাবন ও এর জন্য দ্বার উন্মোচনই ছিল প্রগামের দ্বিতীয় উদ্দেশ্য। সমস্ত প্রোগ্রাম পরিচালনা করেন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার করিমগঞ্জ জেলা সম্পাদক, মোহাম্মদ আব্বাস, মিডিয়া ইনচার্জ আবু সালমান ও ন্যাশনাল কমিটি মেম্বার কারিমুল বারি প্রমুখ ।