শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালুকা গ্রাম পঞ্চায়েতের বেহাল নিকাশি ব্যবস্থা, ক্ষুব্ধ বাসিন্দারা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

হরিশ্চন্দ্রপুর:

মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বাড়ছে ক্ষোভ।সদর ভালুকা বাজারের নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরেই।সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট জল জমে থৈ থৈ করে।যে কোনো যানবাহন চলাচল করতে সমস্যা হয়।এমনকি মানুষ পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন না।স্থানীয় বাসিন্দা জয়রাম দাস,রতন মন্ডল প্রমুখ জানান,ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,ভালুকা গ্রাম পঞ্চায়েত অফিস,পুলিশ ফাঁড়ি  হাঁটু জল ভেঙে মানুষ কে যেতে হয়।যেকোন যানবাহনের চাকা ও জলে ডুবে যায়।জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি।জল কাদা ভেঙেই সকলকেই   যাতায়াত করতে হয়।জল নিকাশি ব্যবস্থা ঠিক করা একান্তই প্রয়োজন হয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামের রাস্তায় কোন নিকাশি নালার ব্যবস্থা নেই।কালিতলা,বজরংবলি মোড়,ভেস্ট টোলা, নয়া টোলা,মহলদার পাড়া,হাতিচাপা, বোরনাহি, জগন্নাথ পুর সহ অন্যান্য গ্রামের ও রাস্তায় নিকাশি নালার অভাবে রাস্তায় জল জমে থাকে।জল জমে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় অথচ প্রশাসনের এই সমস্যা সমাধানের জন্য কোন উদ্যোগ নেই।এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সাধারণ মানুষ কে।ক্ষুব্ধ বাসিন্দারা বলেন,ভালুকা গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকা সহ গ্রামীণ এলাকায় কোন জল নিকাশি ব্যবস্থা নেই।পাকা রাস্তায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়।এই বিষয়ে জনপ্রতিনিধি বা প্রশাসন  কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না বলে স্থানীয় দের অভিযোগ।রাস্তায় জল জমে জল কাদায় একাকার হয়ে যায়।অবিলম্বে এই অঞ্চলের সর্বত্র জল নিকাশি ব্যবস্থা করতে হবে।এই বর্ষার মরসুমে জল নিকাশি ব্যবস্থার কাজ সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়,ভালুকা গ্রাম পঞ্চায়েতে অফিসের সামনেই জল জমে থাকে।পঞ্চায়েতে অফিসের গা ঘেঁষেই পুলিশ ফাঁড়ি।প্রশাসনের নাকের ডগায় কি করে এই ভাবে রাস্তায় জল জমে থাকে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

ভালুকা অঞ্চলের দৈনিক বাজারেও জল জমে যায় সামান্য বৃষ্টিপাত হলেই।সবজি বাজার, মাছ বাজারে ঢুকতে হয় জলকাদা ভেঙে ভেঙে।বাজারে রয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নানা দোকান পাট।বাজারের রাস্তায় জল জমে থাকায় এলাকার বাসিন্দা দের বাজারে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
এই প্রসঙ্গে ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের মিনু মুশহর জানান,গ্রাম পঞ্চায়েতের সদর ভালুকা বাজার ও গ্রামীণ এলাকার জল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে আছে।গ্রাম পঞ্চায়েতের সভায় এই বিষয়ে আলোচনা করা হবে।আলোচনার ভিত্তিতে ই জল নিকাশি ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।