শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরাক্কার গঙ্গায় লক্ষাধিক ইলিশ সহ অন্যান্য মাছ ছাড়া হল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ফরাক্কা থেকে অভিজিৎ মন্ডল:-

আজ ফরাক্কা তালতলা ঘাটে ফরাক্কার গঙ্গার জলে  ICAR- CENTRAL INLAND FISHERIES RESEARCH INSTITUTE & CIFRI ডিপারমেন্ট এর পক্ষ থেকে নমামী গঙ্গে প্রজেক্টের মাধ্যমে ফরাক্কার গঙ্গায় এক লাখ  দশ হাজার ইলিশ সহ আরো অন্যান্য মাছ ছাড়া হলো। মূলত গঙ্গার জলে মাছের পরিমান কম থাকায় আজকে ফরাক্কার গঙ্গায় ইলিশ সহ আরো অন্যান্য মাছ ছাড়া হয় । এই প্রজেক্টের উদ্দেশ্য হল গঙ্গা পরিশোধন এবং গঙ্গাতে মাছের পরিপুর্ণতা। আজ প্রধানত চার ধরণের মাছের চারা ছাড়া হয় এই গঙ্গাতে মাছগুলি হল রুই, কাতলা, কালবাউস এবং মৃগেল। কালবাউস এবং মৃগেল এই মাছদুটি গঙ্গার জৈব্য অশুদ্ধি গুলিকে খেয়ে গঙ্গা পরিশোধন করতে সাহায্য করে। প্রায় তিন বছর ধরে এই প্রজেক্টের উপর কাজ করা হচ্ছে। ডাউন স্টিমের ইলিস মাছ গুলি আপস্ট্রিমে পৌছাতে পারেনা কারন তাদের মাইগ্রেশনের পথে ফারাক্কা ব্যারেজ একটি বড় বাঁধা হয়ে দাঁড়ুয়েছে। তাই তাই নমামী গঙ্গা প্রজেক্টের মাধ্যমে ডাউনস্ট্রিমের মাছ গুলিকে আপস্ট্রিমে ছাড়ার কাজ করা হচ্ছে। উত্তরপ্রদেশ থেকে ফারাক্কার গঙ্গা অবধি এই কাজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় ৩০ লক্ষ মাছ আপস্ট্রিমে ছাড়া হয়ে গেছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক ডঃ বসন্ত কুমার দাস, ডাঃ এ কে সাউ, এনটিপিসি। E D - D BABJI উ। ফারাক্কা ব্যারেজ - আর কে সিং সহায়তাকারী আইওয়াই / সংজিৎ কুমার।