শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নন্দীগ্রামের স্মরণ সভায় শুভেন্দু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নীশিকান্ত মন্ডলের স্মরণসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে ভূমি রক্ষা আন্দোলনে ২০১১ সালে রাজ্যের ক্ষমতাসীন  থাকা বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছিল, তৃণমূলের মা মাটি মানুষের সরকার। এই আন্দোলনেই শহীদ হয়েছিলেন  নিশিকান্ত মন্ডল।

 ১১তম বর্ষপূতিতে মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়ায় হাই স্কুল মাঠে আয়োজিত নিশিকান্ত মন্ডলের স্মরণ সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের বিধায়ক ও রাজ্যের  পরিবহন সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শহীদ নিশিকান্ত মন্ডলের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দুবাবু।

নন্দীগ্রাম ভূমি রক্ষা অন্দোলনের স্মৃতিচারণায় ভারাক্রান্ত হয়ে যান।  তিনি তৎকালীন পরিস্থিতির কথা তুলে ধরেন। শুভেন্দুবাবু মনে করান ২০০৬ সালের ৩ নভেম্বরের কথা। তিনি বলেন," সেই সময় জননেতা নিশিকান্ত মণ্ডল আমাকে নিয়ে এসেছিলো।এর পাশাপাশি তিনি বলেন,তখন আমি এখানকার বিধায়ক বা সাংসদ ছিলাম না। দক্ষিণ কাঁথির বিধায়ক ছিলাম। তেখালির কাঠের ব্রিজ,  তখন পাকা ছিল না, মোরাম রাস্তা ছিলো। সেই রাস্তা ধরে এসেছিলাম তাঁর সঙ্গে। নিশিকান্ত মণ্ডল না থাকলে এই আন্দোলন সফল হতো না।"