ফরাক্কার গঙ্গায় ইলিশের মরশুমও তেমন ভাবে দেখা নেই
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ফরাক্কা:-ইলিশের মরশুম তবু তেমন ভাবে দেখা নেই গঙ্গায় ইলিশের, ফরাক্কায় গঙ্গার বুকে জাল বিছিয়ে, সারা রাত জাল ফেলে ও দিনের শেষে হতাশ মনে ফিরতে হয় গঙ্গার মৎস্যজীবীদের। গঙ্গার মৎস্যজীবীরা জানাই এই সময় ইলিশের মরশুম হলেও গত বছরের তুলনায় এই বছর জালে তেমন ভাবে উঠছে না ইলিশ,কোন কোন দিন ভোর থেকে গঙ্গার বুকে জাল ফেলে দেখা মিলে কয়েকটা ইলিশ আবার কোন কোন দিন দেখা মেলে না ইলিশের, আর কয়েকটা ইলিশ জালে উঠলেও দাম ১৬০০ থেকে ১৮০০ টাকা । তবুও সকাল হলে ইলিশ সহ আরো অন্যান্য মাছ ধরতে বেরোতে হয় যদি গঙ্গা থেকে বেশি পরিমানে জালে বাঙালি প্রিয় ইলিশ মাছ ওঠে সেই আশায়।