শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রয়াত রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবীশ্বর পাউড়িয়া

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৫ এএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার

   

প্রয়াত হলেন রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বামনেতা দেবীশ্বর পাউড়িয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন সেখানেই তার চিকিৎসা চলছিল। সেখানেই রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  দেবীশ্বর পাউরিয়া বাম আমলে রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পরে সহ-সভাপতির পদ অলংকৃত করেন। কলকাতা পিজি থেকে তার মরদেহ রাজনগর সিপিআইএমের দলীয় কার্যালয়ে আনা হয় সেখানে উপস্থিত বাম নেতারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন সিপিএম-এর প্রাক্তন সাংসদ  ডাঃ রামচন্দ্র ডোম, সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা, বাম নেতা শুকদেব বাগদী , শীতল বাউরি, কালো কোঁড়া, তরুন মালি, উত্তম মিস্ত্রী সহ বহু বাম নেতা কর্মীরা । প্রয়াত বামনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, তৃণমূল নেতা রানা প্রতাপ রায়, সেখ কাবুল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব । শ্রদ্ধা জানান বিজেপি নেতা অনুপ গড়াই ও সামিউল আক্তার । এরপর প্রয়াত বাম নেতার মরদেহ তার গ্রামের বাড়ি গাংমুড়ি-জয়পুর অঞ্চলের বাগানপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। ডাঃ রামচন্দ্র ডোম জানান দেবীশ্বর পাউড়িয়া একজন জনপ্রিয় এবং বড় মাপের রাজনৈতিক নেতা ছিলেন । তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি।