শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বীরভূমের রাজনগরে মেঠো প্রতিবাদ আন্দোলনে শামিল তৃণমূল নেতাকর্মীরা

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

কেন্দ্রের কৃষি নীতির প্রতিবাদ করে তৃণমূল নেতাকর্মীরা অভিনব পদ্ধতিতে বিক্ষোভ দেখালেন বীরভূমের রাজনগরে। রাজনগরের বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে নেমে "মেঠো প্রতিবাদ আন্দোলন" করলেন তৃণমূল নেতাকর্মীরা। রাজনগর কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীরা এই প্রতিবাদ আন্দোলন করেন। এই উপলক্ষে রাজনগরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা ধান মাঠে পৌঁছান। সেখানে মাঠের আলে নেমে তৃণমুল নেতাকর্মীরা কেন্দ্রের কৃষি নীতির প্রতিবাদ করে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সজল গড়াই, পরিমল সাহা, গাফফার খান, সুখেন গড়াই, শরৎ মাহাতো, সুকুমার গড়াই, সেখ মানিক, শোভন আচার্য, বাসুদেব মন্ডল প্রমুখ সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। 
অভিনব এই প্রতিবাদ আন্দোলন বিষয়ে তৃণমূল নেতা সজল গড়াই জানান রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধুর নির্দেশ মোতাবেক তারা এই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। কেন্দ্রের বিভিন্ন কৃষি নীতির বিরুদ্ধে তারা সরব হন।