শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে জমির আলে দাঁড়িয়ে কৃষক তৃণমূলের বিক্ষোভ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে জমির আলে দাঁড়িয়ে কৃষক তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । 

 

সাজ্জাদ হোসেন আহমেদ,শীতলকুচি,১৬সেপ্টেম্বর, বুধবার।

 

কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ রাজ্যব্যাপী, রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে খেতখামারে জমির আলে দাঁড়িয়ে কৃষকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। কেন্দ্রীয় সরকারের অ-নৈতিক নীতির বিরুদ্ধে সাধারণ কৃষকদেরকেও এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা গেল। কৃষকদের ফসলের ন্যায্য দাম, কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন, রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি রোধ, পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ এবং কৃষিঋন মুকুবেরও দাবি জানান তারা। কিষাণ ক্ষেতমজুর সংগঠনের শীতলকুচি ব্লক কমিটির সভাপতি সাহের আলী মিঞা বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে নানাভাবে বঞ্চনা করেই চলেছে। কেন্দ্রের বিজেপি সরকার দেশবাসীকে ধর্মের নামে বিভাজন করে দেশকে পুজিপতিদের হাতে বিক্রি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। কেন্দ্র সরকার একদিকে সাধারণ কৃষককে ধোকা দিচ্ছেন, অন্যদিকে বিজেপি সরকার শিল্পপতিদের ঋন মুকুব করেসদিয়েছেন। কৃষকদের সামান্য ঋনও বিজেপি সরকার মুকুবের চিন্তা করতে পারেন না। 

 

শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের বিধানসভা কমিটির সদস্য তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পুন্যগোবিন্দ সিংহ বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের জিএসটি বাবদ ৫৬হাজার কোটী টাকা জমা রয়েছে, তা কেন্দ্র সরকার রাজ্যকে ফেরত দিচ্ছেন না। তাই রাজ্যবাসী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি বলেন আজ রাজ্যব্যাপী কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস এই অভিনব পদ্ধতিতে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার প্রতিবাদ জানাতে জমির আলে দাঁড়িয়েছেন।