হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসার শিক্ষার নামে সম্পূর্ণ ধর্মীয় মেরুকর
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রোববার
হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসার শিক্ষার নামে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন রাজনৈতিক উদ্দেশ্যেই . ওয়াহিদুজ্জামান
বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি আমসার ।
আসাম বিধান সভায় গৃষ্ম কালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে আসামের সরকারি মাদ্রাসা সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী নভেম্বর মাসের ভিতরে বন্ধ করে দেওয়া হবে।আজ দিসপুর প্রেস ক্লাবে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা এক সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।সাংবাদিকদের সম্মুখে আমসার কেন্দ্রীয় সভাপতি মওলানা ওয়াহিদুজ্জামান বলেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসার শিক্ষার নামে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন যেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা বলেন ব্রিটিশ আমল থেকে আসামে সরকারি মাদ্রাসা শিক্ষা চলে আসছে এবং আসামের সরকারি মাদ্রাসাগুলিতে পড়াশোনা করে অনেক লেখক,সাহিত্যিক, শিক্ষাবিদ,সেনা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিধায়ক, মন্ত্রী ইত্যাদি নির্বাচিত হয়েছেন। কারণ আসামের সরকারি মাদ্রাসা গুলোতে ইংরেজি, অংক, বিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অসমীয়া, বাংলা, হিন্দি, ইত্যাদি বই পড়ানো হয়। পাশাপাশি মাদ্রাসায় কয়েকটি আরবিক কিতাব পড়ানো হয়। ইতিমধ্যে আসাম মাদ্রাসা এডুকেশন বোর্ড 42 বছর পুরনো কোর্স সিলেবাস চেঞ্জ করে একটা নতুন সিলেবাস তৈরি করেছে এতে করে মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিকরণ করা হয়েছে।আমসা আসাম সরকারের কাছে দাবি জানিয়েছিল আসামের সরকারি মাদ্রাসার খালি পদে শিক্ষক নিয়োগ দিতে।মাদ্রাসা শিক্ষার উন্নতি কল্পে আসামে একটা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে।যখন মাদ্রাসা শিক্ষার উন্নতি কল্পে সরকার ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল তখন কিন্তু উল্টো মাদ্রাসা গুলো বন্ধ করার কথা বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা যেটা সম্পূর্ণ অনৈতিক এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত।আমসার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন বলেন শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই হটকারী সিদ্ধান্তের ফলে আসামের প্রায় দেড় লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এবং মাদ্রাসায় পড়াশোনা করে উত্তীর্ণ লাখো লাখো ছাত্রদের বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেজন্য আমসা সরকারের কাছে দাবী জানাই আসামের সরকারি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনে সরকারী মাদ্রাসাগুলোকে আরো আধুনিক করণ এবং উন্নতিকরণের মাধ্যমে মাদ্রাসা গুলোকে যাহাতে বহাল রাখা হয়। আমসার কর্মকর্তারা আরোও বলেন আসামের সংখ্যালঘু মুসলিমরা নিজেদের মাটি দান করে ছিলেন মাদ্রাসা নির্মাণের জন্য শিক্ষামন্ত্রী কে সেই কথাটি ভুলে গেলে চলবে না।মাদ্রাসায় পড়াশোনা করে আরবি ভাষা শিখে মধ্যপ্রাচ্যে গিয়ে আসামের হাজার হাজার তরুণ-তরুণীর চাকরি করেছেন এতে করে বেকারত্ব দূর হয়েছে। শুধুমাত্র আসামে নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যেই সরকারী বোর্ডের দ্বারা মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে।যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজস্থান, কেরালা ইত্যাদি।এই রাজ্য সরকার গুলি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করতেছে।তাই আসাম সরকারের এই সিদ্ধান্ত কে পুনর্বার বিবেচনা করার অনুরোধ জানাই আমসা। মাদ্রাসার ইস্যুতে আমসা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপ কামনা করে।আমসা শুধুমাত্র মাদ্রাসা নয় আসামের সংস্কৃত প্রতিষ্ঠান সমূহকে বাঁচিয়ে রাখার আহ্বান জানাই।তারা বলেন মাদ্রাসা ও সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভারতের ঐতিহ্য এবং প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা।সরকার যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে না প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি প্রদান করেন আমসা র নেতারা।