শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনগরে বিশিষ্ট বাম নেতা সহ বিজেপির ৪০ টি পরিবারের তৃণমূলে যোগ

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রোববার

রাজনগর অঞ্চলের আরালী সংসদে বিশিষ্ট বাম নেতা সামা খাঁ সহ বিজেপির চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলো। আরালি গ্রামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরোধী এইসব কর্মী-সমর্থকরা তৃণমূলের ছাতার তলায় আসেন। রাজনগর গ্রাম পঞ্চায়েত তথা রাজনগর পঞ্চায়েত সমিতির সিপিআইএমের প্রাক্তন সদস্য সামা খাঁ এদিন প্রায় ৫০ জন কর্মী-সমর্থককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদেন। অপরদিকে আড়ালী গ্রামের বাগদি পাড়ার প্রায় চল্লিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ।এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা রাজনগর ব্লক তৃণমূলের চেয়ারপারসন সুকুমার সাধু। সদ্য তৃণমূলে যোগদানকারী প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট বাম নেতা সামা খাঁ জানান বর্তমান তৃণমূল সরকার সব জায়গায় উন্নয়ন কোরছে। তাই মা মাটি মানুষের সরকারের এই উন্নয়নে শামিল হতে তিনি ও তাঁর সঙ্গীরা সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। অপরদিকে আড়ালি সংসদের বিজেপি কর্মী রাম বাগদি জানান তাদের ৪০ টি পরিবার প্রত্যেকে বিজেপি করত কিন্তু বিজেপি নেতারা তাদের দিকে কখনো নজর দেন নাই তারা বরাবর বঞ্চিত থেকেছেন তাই   তৃণমূলে যোগদেন এসব পরিবারগুলি। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধু জানান আরালী সংসদের বিজেপি- সিপিএম ছেড়ে বহু মানুষ আজ তৃণমূলে যোগ দিলেন । এসব মানুষেরা দীর্ঘদিন নিজের দলের কাছেই বঞ্চিত হয়ে ছিলেন তারা যোগ্য সম্মানটুকুও পাননি তাই তাদের তাই তারা তৃণমূলে যোগ দিলেন। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সজল গড়াই , পরিমল সাহা, গাফফার  খান, সুখেন গড়াই ,শরৎ মাহাতো, সেখ কাবুল, সেখ মানিক, গোপাল ধীবর, স্বপন সরকার, শাহ মোঃ কবিরুল, যুব কর্মী প্রসেনজিৎ মন্ডল, রাজদীপ রায় সহ অন্যান্যরা।