মালদাঃ- মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এরিয়াতে এক ষাঁড়ের
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার
মালদাঃ- মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এরিয়াতে এক ষাঁড়ের গলায় বিশাল আকৃতির এক টিউমার থাকায় গলা উঠাতে পারছিলো না। মৃত্যুর কবলের দিকে এগিয়ে চলে যাচ্ছিলো।সেই পরিস্থিতি দেখে হবিবপুর থানার এক সিভিক ভলিনটিয়ার প্রসেনজিৎ মন্ডল বুলবুলচন্ডী অঞ্চলের এলাকার বাসিন্দা সহ বিভিন্ন জায়গায় জানায় ষাঁড়ের গলায় টিউমারের ঘটনা কেউ এগিয়ে আসেনি বলে জানায় ষাঁড়ের এই পরিস্থিতি দেখে প্রসেনজিৎ মণ্ডল ফোন করে মালদা এনিম্যাল কেয়ার ইউনিটের সদস্যদের, তারা খবর পেয়েই ভেটানেরি সার্জেন্ট সমীর ছেত্রী স্যারের নেতৃত্বে মালদা এনিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা পৌছাই বুলবুলচন্ডির গির্জা সুন্দরী স্কুলের গ্রাউন্ডে। সেখানে দীর্য ৪ ঘন্টার বেশি সময় ধরে চলে এই অপারেশন। তারপর ষাঁড়ের গলায় টিউমার থেকে প্রায় ১৫-১৬ লিটার জল বের করা হয়। মালদা এনিম্যাল কেয়ার ইউনিটের কর্মজীবনে এটাই ছিলো সব থেকে এক বড়ো টিউমার অপারেশন। বর্তমানে ষাঁড়টি ভালো আছে কিন্তু ঠিকমতন এন্টিবায়োটিক ঔষুধ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এলাকার বাসিদের বলা হয়েছে ষাঁড়টির যত্ন নিতে, যাতে সেখানে কোনো প্রকার মাছি সেখানে না বসে, মাছি ডিম পারলে সেখানে আবার ইনফেকশন হতে পারে।