আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋনদান সমিতির দুর্নীতির বিরুদ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রোববার
আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋনদান সমিতির দুর্নীতির বিরুদ্ধে এবার পথে নামলেন আমানতকারীরা। শনিবার আমানতকারীরা মহিলা সমবায় ঋনদান সমিতির অফিসের সামনে বিক্ষোভে সামিল হন।এই সমবায় সমিতির কর্মী কর্তারা ইতিমধ্যে দুর্নীতিতে জড়িয়ে সমিতির ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।অনেক আমানতকারী টাকা জমা দিয়ে সেই টাকা ফেরত পাননি।আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতি বাঁচাও কমিটি করে ইতিমধ্যে এ নিয়ে সরব হয়েছেন আমানতকারীরা।পুলিশ ইতিমধ্যে দুজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে।ওই কমিটির আহবায়ক রাতুল বিশ্বাস বলেন,আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋনদান সমিতিতে ১০ কোটি টাকা তছরুপ হয়েছে।এই অফিসের কর্মিরা এরমধ্যে জড়িত।অবিলম্বে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে।যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেক কে গ্রেফতার করতে হবে।দীর্ঘক্ষন আমানতকারীরা এদিন অফিসের সামনে বিক্ষোভ করেন