বীরভূমের বাবুইজোর গ্রাম দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র; গ্রেফতার ৬
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার
খয়রাশোল এর কাঁকড়তলা থানার অন্তর্গত বাবুইজোর গ্রাম দুই পক্ষের সংঘর্ষে হয়ে উঠল রণক্ষেত্র। বাবুইজোর গ্রাম পঞ্চায়েতে দুই পক্ষের মধ্যে চলে বোমাবাজি ও গুলি। দুই পক্ষই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গেছে। একপক্ষ খারাপ রাস্তা সংস্কারের জন্য বাবুইজোর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসে। এসময়ই অপর পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে ।দুই পক্ষের মধ্যে চলে বোমাবাজি । গুলিও চলে বলে অভিযোগ ।গ্রাম পঞ্চায়েতে আসা খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য চণ্ডীচরণ মন্ডল এর একটি গাড়িও বোমাবাজির ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
খয়রাশোলের কাঁকড়তলা থানার বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতে এই বোমাবাজির ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে অভিযুক্ত আব্দুর রহমানকে রাজনগর থানায় নিয়ে আসা হয়। এই অভিযুক্ত মাদকদ্রব্য পাচার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আব্দুর রহমানের সাথে শেখ আমিনুল নামে অপর এক মাদকদ্রব্য পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হয়। এ ঘটনায় প্রধান আরেক অভিযুক্ত উজ্জ্বল কাদেরিকে ও পুলিশ গ্রেপ্তার করে। বাবুইজোড় কাণ্ডে যুক্ত বাকি অভিযুক্তদের দুবরাজপুর আদালতে তোলা হয়।