শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সংলাপে আস্থাশীল না থেকে আন্দোলনের প্রস্তুতি নিন’

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে আস্থাশীল না থেকে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

এ সময় নেতাকর্মীদের আন্দোলনের জন্য রাজপথে নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা মাঠে নামলে ২৪ ঘণ্টার মধ্যে এই সরকারের পতন হবে। সেদিনের জন্য আপনারা প্রস্তুতি নিন।’

মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন মওদুদ আহমদ। 

বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি’সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ জনসভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মওদুদ আহমদ বলেন, ‘আজকে আমার নেত্রী বেগম জিয়া জেলখানায় আছে, মিথ্যা একটি অভিযোগের ভিত্তিতে। আমাদের লাখ লাখ নেতাকর্মী এই সরকারের আমলে নির্যাতিত হয়েছে, গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তারপরও জাতীয়তাবাদী দলকে রুখতে পারে নাই, দুর্বল করতে পারে নাই। 

তিনি বলেন, আমরা অনেক ধৈর্যর পরিচয় দিয়েছি। সংঘাত কাটিয়ে সংলাপের পথ বেছে নিয়েছিলাম। যাতে সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান হয়। সেই সংলাপে তারা সাড়া দিয়েছেন। আমরাও স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা এখনও কোন কিছু পাই নাই। সংলাপে যদি কিছু না হয় তাহলে মাঠে নামা ছাড়া উপায় থাকবে না। আন্দোলনের কোন বিকল্প থাকবে না। আপনারা প্রস্তুত থাকেন। আপনারা যদি মাঠে নামেন এই সরকারের পতন ২৪ ঘণ্টার মধ্যে হবে। সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। 

মওদুদ আহমদ এ সময় অভিযোগ করে বলেন, একদিকে সংলাপ, অন্যদিকে গ্রেফতার চলছে। আজকে আমার অফিসে দেখা করতে এসেছিলো দুজন নিরীহ মানুষ। তাদের সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে গেছে।  কোথায় নিয়ে গেছে জানি না। 

একদিকে সংলাপ, অন্যদিকে গ্রেফতার, আর একদিকে তফসিল  ঘোষণা। এই অবস্থা থেকে সরকারকে সরে আসতে হবে। এই মুহূর্তে তফসিল ঘোষণা করবেন না, গ্রেফতার বন্ধ করেন। সংলাপ যদি তামাশা, প্রহসন, মানুষকে প্রতারণা করার জন্য হয় তাহলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। 

খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন না এমন মন্তব্য করে মওদুদ বলেন, ‘আজকে আপনারা আমাদের নেত্রী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা বলেন। অথচ বর্তমান প্রধানমন্ত্রী ২০০১ সালে মইন উদ্দিনের সঙ্গে আপোস করেন।’ 

এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘১৪টি মামলা ছিল আপনার বিরুদ্ধে। সেই মামলায় জামিন না নিয়ে প্যারোলে মুক্তি নিয়ে আমেরিকা গিয়েছিলেন। আমাদের নেত্রী প্যারোলে যাননি সেদিন। এখনও যাবেন না।’

তিনি আরও বলেন, এই সরকার উন্নয়নের কথা বলে দুর্নীতির উন্নয়ন করেছে। জবাবদিহিতা ছিল না এ সরকারের। লাগামহীনভাবে তারা দুর্নীতি করেছে। তারা ক্ষমতা ছাড়তে চায় না নিজেদের বাঁচাবার জন্য। কিন্তু এইবার সেটা আর সম্ভবপর হবে না।

আরআই/এমটিআই