শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দমকল কর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ, উত্তাল হাইলাকান্দি

দিদারুল ইসলাম, আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১৫ পিএম, ৩০ আগস্ট ২০২০ রোববার

শনিবার সকালে হাইলাকান্দি শহরের চৌমাথায় ফায়ার ব্রিগেড অফিসের সামনে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চৌমাথায় থাকা অগ্নিনির্বাপক বাহিনীর দপ্তর ঘেরাও করে উত্তেজিত স্থানীয় জনতা। অগ্নিনির্বাপক বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে স্থানীয় এক যুবককে হত্যার অভিযোগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তথাকথিত নিহত যুবকের নাম রহিম উদ্দিন লস্কর, বাড়ি পশ্চিম চাঁদপুর গাঁও পঞ্চায়েত এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় দমকল বাহিনীর এক কর্মীর মোবাইল ফোন খোয়া যায়। তারপর, নিজেরাই তদন্ত করে কয়েকজন জওয়ান মিলে রহিম উদ্দিন লস্কর নামক এক ব্যক্তিকে তার বাড়ি থেকে তুলে আনে। তারপর রহিম উদ্দিনের ওপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ স্থানীয় জনতার। গুরুতর আহত অবস্থায় এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয় । শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।কিন্তু গতকাল রাতে রহিম উদ্দিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে বলে এক স্থানীয় আইনজীবী জানিয়েছেন। তবে সরকারিভাবে রহিম উদ্দিনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়নি। ঘটনার পরে পরেই স্থানীয় জনতা ক্ষোভে ফুঁসছিল, তারপর এই সকল সংবাদ পৌঁছানোর পর উত্তেজনা তুঙ্গে উঠে। জনতা অগ্নিনির্বাপক বাহিনীর দপ্তর ঘেরাও করে রাখে।
উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে বিশাল আরক্ষি বাহিনী, সাথে সিআরপিএফ। পুলিশ বাহিনী বেশ কয়েকবার কাঁদানে গ্যাসের শেল কটায়। শেষ খবর পাওয়া পর্যন্ত চরম উত্তেজনা বিরাজ করছে।সার্কেল অফিসার ত্রিদিব রায় জানিয়েছেন, সহকারি পুলিশ অধীক্ষক সহ বেশকিছু পুলিশকর্মী উত্তেজিত জনতার ছোঁড়া পাথরের আঘাতে আহত হয়েছেন। তবে তার বক্তব্য অনুযায়ী, উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘটনার সাথে যুক্ত দমকল বাহিনীর জ্যোতিস্মান হাজারিকা নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু হাইলাকান্দিতে এখনো টানটান উত্তেজনা রয়েছে।