বিধায়কের গাড়ির ড্রাইভার সংক্রামিত বিধায়ক বাড়িতে
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
করোন ভাইরাসে সংক্রামিত হলেন মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইকের গাড়ির ড্রাইভার। ডুয়ার্সের বিভিন্ন চাবাগান ও গ্রামাঞ্চলে দ্রুত পরীক্ষার জন্য র্যাপিড এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। পাশাপাশি ভিআরডিএলে লালারস পাঠানোর ব্যবস্থাও জারি আছে। স্বাস্থ্য দপ্তর এখন টেস্টিং, ট্রেসিং ও চিকিৎসার ব্যবস্থা করে করোনা মোকাবিলার করা শুরু করেছে। বৃহস্পতিবার এইরকম ভাবে পরীক্ষার মাধ্যমে বিধায়কের গাড়ির ড্রাইভারের পজিটিভ ধরা পড়ে। মালের বিধায়ক রাঙ্গামাটি চাবাগানের বাসিন্দা। ড্রাইভারও ওই চাবাগানের যুবক। তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এনিয়ে বিধায়ক বুলু বাবু ফোনে জানান, ওই গাড়িটি আমি কিছুদিন ব্যবহার করছিলাম না। তবু নিয়ম মেনে বাড়িতেই আছি। আমার ছেলে ওই গাড়ি ব্যবহার করেছিল। ছেলেকে পরীক্ষা করিয়েছি। ছেলের নেগেটিভ এসেছে।