পথ দূর্ঘটনায় মৃত দুই ছাত্র নেতারঃ শোকের ছায়া রাজনৈতিক মহলে
মহিউদ্দীন আহমেদ, রামপুরহাট
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ছাত্র নেতার। মর্মান্তিক এই পথ দূর্ঘটনায় দুই ছাত্র নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক ও ছাত্র মহলে। মৃত ছাত্র নেতারা হলেন বীরভূমের রামপুরহাট কলেজের প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও তার সহকর্মী রকি আলি ও স্বাধীন সেখ । রকি আলী তৃণমূল ছাত্র পরিষদ দলের জয়ী রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন । তার বাড়ি রামপুরহাটের ব্রাম্ভ্নীগ্রামে । গতকাল গভীর রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ- মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার ভোল্লা ক্যানেল মোড়ের কাছে ।
তার এই অস্বাভাবিক ও আকস্সিক মৃত্যু তে রামপুরহাট কলেজে নেমে আসে শোকের ছায়া। এদিন ময়নাতদন্তের পর তার মৃতদেহ নিয়ে আসা হয় রামপুরহাট কলেজের ছাত্র সংসদে, সেখানে কলেজের অধ্যাপক, কলেজ কর্মী সহ সংসদের প্রাক্তন ও বর্তমান সদস্য ও সাধারণ ছাত্রছাত্রীরা শেষ শ্রদ্ধা জানান। তার শেষ বিদায়ের অনুষ্ঠান জানাজা নামাজে উপস্থিত ছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, রামপুরহাট টাউন প্রেসিডেন্ট সুশান্ত মুখার্জী জেলার সহ-সভাপতি সৈয়দ সিরাজ সিরাজ জিমি প্রাক্তন উপপৌর পিতা সুকান্ত সরকার ,১নং ব্লক সভাপতি আনারুল হোসেন, শ্রমিক সংগঠন ফুটপাত ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুর রেকিব, তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ, হাঁসন কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিলটন রসিদ সহ অনান্যরা। রামপুরহাট কলেজে শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তরুন এই ছাত্র নেতার মৃত্যুদে শোকস্তব্ধ তার গোটা গ্রাম সহ জেলার রাজনৈতিক মহলও।