সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মানুষ মানুষের জন্য এটা চরম বাস্তবতা লকডাউন

ইনামূল ভূঁইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

মানুষ মানুষের জন্য এটা চরম বাস্তবতা।আজ ২৭শে আগস্ট সরকার কর্তৃক লকডাউন ঘোষণা করা হয়েছে সারা বাংলা জুড়ে।জীবনকে বাজি রেখে প্রশাসন জনতার পাশে আছেন এটা বললে ভুল হবেনা বোধহয়।হুগলি জেলার অন্তর্গত কোতুলপুর থানার কামারপুকুরে মানুষ জন লকডাউন পালন করে চলেছেন কেউ দোকান বন্ধ রেখে আবার কেউ মুখে মাস্ক পরে। বিশ্ব যখন করোনা ভাইরাস এ আতঙ্কিত তখন পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সু-ব্যাবস্থার সহিত পুলিশ প্রশাসন কে আশ্বাস দিয়ে রীতিমত মানুষের পাশে থাকার কথা বলেছেন। পুলিশ কে জানাই অশেষ ধন্যবাদ বাংলার শৃঙ্খলা বজায় রাখার জন্য।কেউ বিনা মাক্সে বাড়ির বাইরে বেরলে অতিসত্বর নির্দেশ দেওয়া হচ্ছে মাক্স পরতে।জীবন একবার মাত্র পেয়েছেন সবাই আর পাবেননা ,তাই যতক্ষন দেহে আছে প্রাণ ততক্ষন নিজে বাঁচার চেষ্টা করে অপরকে বাচান