মাদার টেরেজার জন্মদিবস পালন ও সংবর্ধনা অনুষ্ঠান পশ্চিম বর্ধমানের
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:০৫ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার
সমাজ সেবার নিরিখে বিশ্ব জুড়ে যার খ্যাতি বিরাজমান, সকলের হৃদয়ে করে নিয়েছেন স্থান, বহু আর্তের নিবেদিত প্রাণ, তিনি আর কেউ না আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে মুখে ঘুরে ফিরে আসে যা্র নাম তিনি হলেন মাদার টেরেজা। সেই মহিয়সী মাদার টেরেজার আজ জন্মদিন। দিনটা স্মরনে রাখতে বিভিন্ন ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন সহ ব্যাক্তিগত উদ্যোগে ও পালিত হয়েছে বলে খবর। এইরকম কয়েক জন সমাজসেবী মনোভাবাপন্ন ব্যাক্তিদের উদ্যোগে মাদার টেরেজার জন্মদিবস পালন করা হয় পশ্চিম বর্ধমানের বার্নপুরে। ঘটনার বিবরণে প্রকাশ স্থানীয় বাসিন্দা তথা বার্নপুর ভলেন্টা্রী ব্লাড ডোনার এ্যসোসিয়েসন এর কর্নধার প্রবীর ধর কে নিঃশব্দ এক মনোজ্ঞ অনুষ্টানের মাধ্যমে পুষ্পস্তবক, উত্তরীয় ও গাছের চারা উপহার দিয়েসংবর্ধনা প্রদান করা হয়।প্রবীর বাবু পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের বাসিন্দা হলেও নেশার টানে রক্ত সংগ্রহ করতে বিভিন্ন জেলায় ছুটে বেড়ান, রক্ত দাতাদের উত্সাহিত করতে, সরকারি জেলা স্বাস্থ্য দপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। মাদার টেরেজার সমাজ সেবামূলক কাজে উৎসাহিত হয়ে আজ ও ছুটে চলেছেন ভলেন্টারি ব্লাড ডোনার এ্যসোসিয়েসন এর দায়িত্ব পালনে, বার্ধক্য জনিত সমস্যার কাছে হার না মেনে। তাই প্রবীর বাবু কে সংবর্ধনা জানাতে বীরভূম, বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু গুনমুগ্ধ ব্যাক্তি সামাজিক দূরত্ব বজায় মুখে মাস্ক ব্যবহার সহ করোনার নিয়মশৃঙ্খলা মেনে দিনটি পালিত হয়। উদ্যোক্তা হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে দেখা যায় প্রান্তিক মাহাতো, চন্দন সেনগুপ্ত,অর্নব মাজি প্রমুখ ব্যাক্তিবর্গ কে। "বয়সে প্রবীন,কাজেতে নবীন"--- সেই প্রবীর বাবু ও আজকে সংবর্ধনা পেয়ে স্বভাবতই খুশির আমেজে দেখা যায়।