অন্য দল থেকে ৫০টি পরিবার তৃনমুলে যোগ দিল তেশিমলায়
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার
দিন দিন যত বিধান সভা ভোট এগিয়ে আসছে,তত তৃনমুল এ যোগদানের হিরিক লেগে গেছে।
সোমবার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৫০ টি পরিবার তৃনমুল এ যোগদান করলো। দাবি তৃনমুল নেতৃত্বে।সোমবার রাতে ওদলাবাড়ি তৃন মুল পার্টি অফিসে এই দল বদল কর্মসুচি পালিত হয়।
এদিন মাল ব্লকের তৃনমুল সভাপতি তমাল ঘোষ সবার হাতে তৃণমূল এর ঝান্ডা তুলে দেন। তমাল বাবু বলেন, এদিন বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং নির্দলের কর্মিরা তৃনমুল এ যোগদান করেন।
মমতা ব্যানার্জি যে ভাবে সারা রাজ্যে উন্নয়ন করছে। সেই উন্নয়ন এ সামিল হতেই তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ টি পরিবার তৃনমুল এ যোগদান করলো। আমারা সবাই হাত হাত মিলিয়ে সব জায়গায় কাজ করবো। মানুষের পাশে থাকব এবং মানুষের জন্য কাজ করবো। তবে প্রতিদিন বিজেপি কর্মিরাই বেশি মাত্রায় তৃনমুল কংগ্রেস এ যোগদান করছে।
তৃনমুল এ যোগদানকারী এক নির্দল নেতা বলেন, এর আগে আমরা তৃনমুল করতাম কিন্তু বিভিন্ন কারনে তৃনমুল ছেরে নির্দল এ চলে যাই। তবে দেখা গেলো। নির্দলে গিয়ে এলাকার উন্নয়ন বা মানুষের জন্য কাজ করা যাচ্ছে না। তাই মমতা ব্যানার্জি উন্নয়নের দল, তৃনমুল এ যোগদান করলাম। আগামি বিধান সভা ভোটেও তৃনমুলের হয়ে কাজ করে যাব।