শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনা আবহে মালবাজারে চালু হলো এক বেসরকারি নার্সিহোম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

করোনা আবহে মালবাজার শহরে চালু হলো এক বেসরকারি নার্সিহোম।সোমবার সন্ধ্যায় স্থানীয় ক্যালটেক্স মোর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নার্সিংহোমের দ্বার উদঘাটন করেন মাল পৌর বোর্ডের প্রশাসক স্বপন সাহা। উপস্থিত ছিলেন মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইক সহ অন্যান্যরা। উদ্বোধন করে স্বপন সাহা বলেন, বর্তমান সময়ে করোন আবহে একটি নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্র তৈরি হলে মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়ক হবে। বিশেষ করে ক্যালটেক্স মোর এলাকার মানুষের বিশেষ সুবিধা হবে। বিধায়ক শ্রী চিকবরাইক বলেন, এজাতীয় নার্সিংহোমে বর্তমান সময়ে আশেপাশের মানুষ চিকিৎসার সুযোগ পাবে। নার্সিংহোমের কর্নধার সুশীল কুমার প্রসাদ জানান, নার্সিংহোমে ২০ টি শয্যা রয়েছে। আছে শল্য চিকিৎসার ব্যবস্থা। সর্বক্ষণের জন্য ডাক্তার ও প্রশিক্ষিত নার্সরা থাকবেন। নুন্যতম খরচে মানুষ চিকিৎসার সুযোগ পাবেন।