শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃদ্ধ নরেন মন্ডলকে ত্রাণ সামগ্রী বিতরণ তৃণমূল নেতার

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

মালদহের রতুয়া-১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বৃদ্ধ নরেন মন্ডলের একমাত্র শোবার ঘরটি ভেঙে পড়ে বৃহস্পতিবার প্রবল বর্ষণে। তার একমাত্র শোবার ঘরটি ভেঙে পড়ে।সোস্যাল মিডিয়া  মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন  রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন।তিনি শুক্রবার সকালে নরেন মন্ডলের বাড়ি ত্রাণ সামগ্রী নিয়ে যান। ইয়াসিন বলেন,ত্রাণ হিসেবে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, জামা কাপড় সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়েছে। এছাড়াও কিছু নগদ অর্থ ও তুলে দেওয়া হয়েছে নরেন মন্ডল কে।এত দ্রুত সাহায্য পেয়ে খুশি নরেনবাবু নেতাদের কাছে একটি পাকা ঘরের ব্যবস্থা করার দাবি জানান।
ইয়াসিন জানান, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মাধ্যমে তাকে একটি পাকা ঘর করে দেওয়া হবে। এদিন ত্রাণ সামগ্রী বিতরণ করতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মুশারফ হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য নাজমুল হক সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।