নাগরাকাটা মেটেলি ব্লকে ফের সংক্রামিত ৫ মাল শহরে খানিক স্বস্তি
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪৭ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
নতুন করে নাগরাকাটা ও মেটেলি ব্লকে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের হদিশ মিললো । নাগরাকাটা ব্লকে ৩ জন রয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে জিতি ও নয়া শাইলি চা বাগানে। আক্রান্তদের বাড়ি বাগান দুটির যে শ্রমিক মহল্লায় সেই এলাকা দুটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষনা করা হতে পারে বলে ব্লক প্রশাসন সূত্রের খবর। বর্তমানে র্যান্ডম ভিত্তিতে নমুনা সংগ্রহের যে কাজ চলছে সেই কর্মসূচী থেকেই ওই ৩ করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।গত সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভি আর ডি এল থেকে ওই রিপোর্ট গুলি ব্লক স্বাস্থ্য দপ্তরের কাছে পৌছয়। এদিন জিতি চা বাগানে শিবির করে লালারসের নমুনা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা ২০০। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে যত বেশি সম্ভব নমুনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। নানা স্থানে টানা এই কর্মসূচী চলবে। টেস্টিং- ট্রেসিং- আইসোলেশন এই লক্ষ্য কে সামনে রেখেই করোনা নিয়ন্ত্রন করতে চায় স্বাস্থ্য দপ্তর। সব মিলিয়ে নাগরাকাটা ব্লক থেকে ৯৭ জন করোনা পসিটিভ এর সন্ধান মিলেছে। মৃত্যু হয়েছে ৩ জনের। বাকীরা অনেকেই সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। অনেকে আরোগ্য লাভের পথে।মেটেলি ব্লকের আপার চালসায় ২ জনের সংক্রামণ ধরা পড়ে। তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অপর দিকে মাল পৌর এলাকায় গত ২ দিনে কোন সংক্রামনের খবর পাওয়া যায়নি। মাল পৌর স্বাস্থ্য বিভাগের কোওর্ডিনেটর সুপ্রতিম দাস জানান, শহরে গত দুই দিনে নতুনভাবে সংক্রামনের খবর নেই। এ পর্যন্ত ১৫২ জন সংক্রামিত হয়েছে। সুস্থ হয়েছেন ১২৪ জন। পৌর বোর্ডের প্রশাসক স্বপন সাহাও সুস্থ হয়ে উঠেছেন তবে হোম আইসোলেশনে আছেন। মৃত্যু হয়েছে ৩ জনের।