জৌলুস হীন ভাবে মনসা পূজা বীরভূমের খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
সর্পদেবী মনসা পূজা খয়রাশোলে জৌলুসহীন ভাবে
খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড় গ্রামের মনসা পূজা কয়েকশত বছরের পুরখতন,সর্পদেবী হিসেবে চিহ্নিত মা মনসা। অন্যান্য বছর যে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এ বছর একেবারে নিঝুম অবস্থায় পালিত হয়েছে । প্রত্যেক বছর মা মনসা পূজা উদযাপন উপলক্ষ্যে বীরভূমের বিভিন্ন প্রান্ত ছাড়া ও পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমান, এবং সীমান্ত সংলগ্ন ঝাড়খণ্ড থেকে ও বহু ভক্তবৃন্দ সমবেত হন,কেউ মানসিক শোধতে, কেউ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অংশ গ্রহণ হিসেবে আবার কেউবা আত্মীয়ের বাড়িতে আসেন।,কিন্তু এ বছর করোনা আবহে আত্মীয়স্বজন সহ ভক্ত সমাগম ছিল হাতে গোনা । করোনার সতর্কিকরন হিসেবে মাস্ক ব্যবহার,সামাজিক দূরত্ব বজায় সহ সমস্ত নিয়মাবলি মেনে পূজার্চনা অনুষ্ঠিত হয় গতকাল রাত্রে ।স্থানীয় বাসিন্দা বেনীমাধব ভট্রাচার্য একান্ত সাক্ষাৎকারে জানান করোনা আবহে সরকারিভাবে ঘোষিত নির্দেশ কে মান্যতা দিয়ে পূজা পালিত হয় তথা দেশের সকলের মঙ্গল কামনা করে শুধু নিয়ম অনুযায়ী পূজার্চনা করা হয়,অন্যান্য অনুষ্ঠান কাটছাঁট করেই মা মনসার পূজা উদযাপন করা হয় ।