শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃনমূল নেতার স্মরণ সভা বীরভূমের খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৬ আগস্ট ২০২০ রোববার

তৃনমূল নেতার স্মরনসভা খয়রাশোলে

কয়েক বছর পূর্বে ১৬ আগস্ট বাড়ি সংলগ্ন বাজারে গিয়ে আততায়ীর গুলিতে নিহত হোন বীরভূম জেলার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মুখার্জি। সেই দিনটার স্মরণে প্রতিবছরের মতো এবারে ও 
 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে  তৃনমূল নেতা শহীদ অশোক মুখার্জি এর ৬ তম মৃত্যবার্ষিকি পালন করা হয় পাঁচড়া দলীয় পার্টি অফিস চত্বরে। শহীদ অশোক মুখার্জির রাজনৈতিক আদর্শের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করেন নেতৃবৃন্দ। উক্ত  স্মরনসভা থেকে স্থানীয় পাঁচড়া হাই স্কুল, বসন্তকুমারী হাই স্কুল ও পার্শবর্তী গ্রাম জুনিদপুর হাই স্কুলের এবছর  মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় স্হানাধিকারী কৃতি পড়ুয়াদের  সম্বর্ধনা দেওয়া হয়।শহীদ নেতার স্মরন সভায় উপস্হিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ  অবজারভার অরুণ চক্রবর্তী, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ চন্দ্র  বাউরী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন,তৃনমূল ব্লক নেতৃত্ব স্বপন সেন,শহীদ অশোক মুখার্জীর ভাই তথা পঙ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য রজত মুখার্জি সহ অন্যান্য  নেতা কর্মীগন।