গন্দেগী মুক্ত ভারত প্রচার
গন্দেগী মুক্ত ভারত প্রচার
সেখ রিয়াজুদ্দিন
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
বীরভূমঃ
ভারত সরকারের "গন্দেগী মুক্ত ভারত" গত ৮ থেকে ১৫ আগস্ট সপ্তাহ ব্যাপী আচরণ পরিবর্তন প্রচার অভিযান চালানো হচ্ছে সরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। অনুরূপ ভাবে আজ ১৪ আগস্ট বীরভূম জেলার রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযান, চুন,ব্লিচিং,গাছের চারা রোপণ,সচেতনতা মূলক দেওয়াল লিখন ইত্যাদি কর্মসূচি পালন করা হয় ওয়াটার ফর পিপল ইন্ডিয়া ট্রাস্ট নামক বেসরকারি স্বচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।রাজনগর শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক মেডিকেল অফিসার ডাক্তার কুমারেশ ঘোষ,রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান হাসু রানী গড়াই অন্যদিকে তাতিপাড়া স্বাস্থ্য কেন্দ্র এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান মলয় রায়, স্থানীয় চিকিৎসা কেন্দ্রর চিকিৎসক সহ সংস্থার অন্যান্য কর্মী বৃন্দ। অভিযানটির মূল লক্ষ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা,স্বচ্ছতা,শ্রমদান এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে জনমানসের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা বলে একান্ত সাক্ষাৎকারে জানান সংস্থার প্রোগ্রাম কো অর্ডিনেটর আকাশ গাঙ্গুলি।
রাজনগর স্বাস্থ্য কেন্দ্রে সাফাই অভিযানে সংস্থার পক্ষ থেকে পরিচালনা করেন সুমন দে সরকার, ইন্দিরা দত্ত,সহেলী মিত্র এবং মনোরঙ্জন চৌধুরী অন্য প্রান্তে তথা তাঁতিপাড়া স্বাস্থ্য কেন্দ্র এলাকায় পরিচালনা করেন প্রসেনজিৎ রায় চৌধুরী, সুভজিত সাহা প্রমুখ কর্মী বৃন্দ।