শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   কার্তিক ৩০ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পিপিই কিট পরেই দুই সিজার, মৃতদেহের ময়নাতদন্ত শিলচর মেডিক্যালে

আবুল সাহিদ , শিলচর আসাম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:০২ পিএম, ৪ আগস্ট ২০২০ মঙ্গলবার

আরও এক-দুদিন এমন ঘটনা ঘটেছে। তবে পিপিই কিট পরে একদিনে একাধিক সিজারিয়ান করতে হয়নি শিলচর মেডিক্যাল কলেজের ডাক্তারদের। সোমবার একদিনে দুই প্রসূতির প্রসব করাতে হয় পিপিই কিট পরে। কারণ একজনের কোভিড বলে আগেই ধরা পড়ে। আরও একজনের টেস্ট হয়েছে, কিন্তু রেজাল্ট মেলেনি। ফলে দুইজনের অস্ত্রোপচারের জন্যই ডাক্তার-নার্সদের পিপিই কিট পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুদের পৃথিবীতে নিয়ে আসতে হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপটি সুপারিন্টেন্ডেন্ট ডা. প্রসেনজিত ঘোষ জানান, দুই ক্ষেত্রেই মা ও শিশু সুস্থ রয়েছেন।
এ দিন আরও একটি বিশেষ কাজ করেছেন শিলচর মেডিক্যালের ডাক্তাররা। পিপিই কিট পরে মৃতদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. গুণজিত দাস। হাইলাকান্দি জেলার মোহনপুর দ্বিতীয় খণ্ডের বছর পঞ্চাশের স্বপ্না চন্দের মৃতদেহের ময়নাতদন্তের প্রয়োজন পড়ে। কিন্তু তিনি যে কোভিডে আক্রান্ত ছিলেন! ডা. দাস পিপিই কিট পরেই ময়নাতদন্ত সেরে নেন। মেডিক্যালে কোভিড রোগীর মৃতদেহের ময়নাতদন্ত এই প্রথম বলে জানিয়েছেন ডেপুটি সুপার ডা. ঘোষ।