আসাম রাজ্যের কাছাড় জেলার ঘনিয়ালায় উত্তেজনা, সিআরপি মোতায়েন
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৩১ পিএম, ২ আগস্ট ২০২০ রোববার
রামমন্দির শিলান্যাসের পোস্টার সাঁটা ঘিরে শিলচর ঘনিয়ালা মোকাম রোডে রবিবার রাতে দুই গোষ্ঠীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠেলাধাক্কা, ইট-পাটকেল ছোঁড়া চলে কিছুক্ষণ। মালুগ্রাম থানার ইনচার্জের নেতৃত্বে পুলিশ বিবাদ মেটাতে গেলে তারাও অল্পবিস্তর জখম হন। পরে সিআরপি মোতায়েন করা হয়।
উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার উভয় সম্প্রদায়ের শুভবুদ্ধি জনতার আক্ষেপ, রামমন্দির-বাবরি মসজিদ চরম বিবাদের সময় মালুগ্রাম-ঘনিয়ালার মানুষ কোনও অশান্তি হতে দেননি। এখন মূল বিবাদ মিটে গিয়েছে। আর এখানে উত্তেজনা ছড়িয়ে পড়ল। তাঁরা আশাবাদী, জেলা প্রশাসন ও পুলিশের যথোচিত ব্যবস্থা গ্রহণ এবং শুভবুদ্ধির মানুষদের প্রয়াসে দ্রুত স্বাভাবিক অবস্থা বিরাজ করবে।