স্নানকরতে গিয়ে নিখোঁজ বালাছড়ার যুবকের লাশ উদ্ধার ঝাটিঙ্গা নদীতে
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১০:৪১ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ১০:৪১ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

আসাম রাজ্যের কাছাড় জেলার বড়খলা সমষ্টির বালাছড়ায় ঝাটিঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার হয়েছে। মৃত যুবকের পরিচয় পুরন্দরপুরের অনুপম বৰ্মন (২৬) বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টায় অনুপমের বাড়ির পাশে ঝাটিঙ্গা নদীতে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বড়খলা থানার এসআই সঞ্জীব বরা ও অনুপমের পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন অনুপম। পরে পরিবারের লোকজন সহ স্থানীয়রা এসডিআরএফ বাহিনীকে খবর দেন। এসডিআরএফ বাহিনী তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ নদীতে ভেসে ওঠে অনুপমের মৃতদেহ