স্বেচ্ছায় প্লাজমা দান করে‘প্লাজমা হিরো’র খেতাব পেলেন অসমের 3 যুবক
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
অসমে প্রতিদিন বাড়ছে করোনা প্রকোপের মাত্রা। করোনা মোকাবিলায় এ মুহূর্তে প্লাজমা থেরাপি অত্যন্ত ফলপ্রসূ।
গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে প্লাজমা থেরাপির ব্যবস্থা করা হয়েছে। গড়ে তোলা হয়েছে প্লাজমা ডোনেশন ব্যাংক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা বহু লোক নিজের প্লাজমা দান করছেন।রোববার কামরূপ মেট্রোর মোট ৩ জন ব্যক্তি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে দান করেছেন প্লাজমা। প্লাজমা ডোনেট করা ৩ জনকে স্বাস্থ্যমন্ত্রী ‘হিরো’ সম্বোধন করেছেন।
প্লাজমা দান করা ব্যক্তিরা যথাক্রমে কমল শইকিয়া, মনোজ কুমার পারিক এবং অজয় কুমার মোরে।স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে প্তিনজনকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে লিখেছেন, “তোমাদের অবদানে আমরা কৃতজ্ঞ। অনুরোধ জানাচ্ছি, এঁদের থেকে অনুপ্রাণিত হয়ে করোনামুক্ত অন্যান্য ব্যক্তিরাও স্বেচ্ছায় প্লাজমা দান করবেন।”