বিজেপি নেতা তথা অবসরপ্রাপ্ত আইএএস কর্তা দিলীপ ভট্টাচার্য্য প্রয়া
আবুল সাহিদ , শিলচর আসাম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
আসামের কাছাড় জেলার বিশিষ্ট বিজেপি নেতা অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দিলীপ ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। রবিবার সকাল সাড়ে সাতটায় পশ্চিম কাটিগড়ার দিগরখালের বাড়িতে বার্ধক্যজনিত রোগে ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, ছেলে ও মেয়ে সহ বহু আত্মীয় ও গুণমুগ্ধকে
দিলীপ ভট্টাচার্য আইএএস অফিসার হিসেবে অরুণাচল প্রদেশে দীর্ঘবছর বিভিন্ন দায়িত্বপূর্ণ পদ সামলেছেন। ২০০২ সালে চাকরি থেকে অবসর নেন তিনি। অবসরের পর শহরে না থেকে গ্রামের আদি বাড়ি কাছাড়ের দিগরখালে বসবাস শুরু করেন। এক সময় সক্রিয় রাজনীতিতেও জড়িয়ে পড়েন। পিছিয়ে পড়া এই এলাকার উন্নয়নকে সামনে রেখে বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপির কালাইন ব্লক মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে জেলা বিজেপি কমিটির কার্যকরী সদস্য মনোনীত হন দিলীপবাবু। প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্থানীয় কালাইন ব্লকের প্রতিনিধি ছিলেন তিনি। ২০১১ ও ২০১৬ তে বিধানসভা নির্বাচনে কাটিগড়ায় বিজেপি প্রার্থী হিসেবে শক্ত দাবিদার ছিলেন দিলীপ ভট্টাচার্য।
তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই তাঁর ছুটে গেছেন। কালাইন ব্লক মণ্ডল বিজেপির পক্ষে দলীয় পতাকা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, বিজেপি জেলা কমিটির কার্যকরী সদস্য বিপ্লবকান্তি পাল, কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন, জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য বাবলু দাস প্রমুখ। এদিকে দিলীপ ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে গভীর শোক ব্যক্ত করেছেন কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই, বিজেপি নেতা তথা বরিষ্ঠ আইনজীবী অনিলচন্দ্র দে সহ অন্যরা। সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।