শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপসর্গবিহীন সংক্রামিতদের বাড়িতে রেখেই চিকিৎসা শুরু হলো মালবাজারে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৬ জুলাই ২০২০ রোববার

 সংক্রামিতের সংখ্যা বাড়তেই উপসর্গ বিহীন সংক্রামিতদের নিজের বাড়িতে রেখে চিকিৎসা শুরু হলো মালবাজার পৌর এলাকায়। 
গত ১১ দিন ধরে মালবাজার পৌর এলাকায় সংক্রমণ বাড়ছিল। শনিবার এক ধাক্কায় সেই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। একদিনে সংক্রামনের সংখ্যা হয় ২৭ জন। চালসার কাছে টিয়াবন এলাকায় সেভ হোমে সবার স্থান সংকুলান না হওয়ায় ১৬ জন উপসর্গ বিহীন সংক্রামিতদের নিজের বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করে প্রশাসন। 
এনিয়ে মাল মহকুমা শাসক শান্তুনু বালা জানান, প্রাথমিক ভাবে উপসর্গ নেই এমনদের বাড়িতে রেখে চিকিৎসা শুরু হয়েছে। এক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমের এক টোল ফ্রি ফোন নম্বর সংক্রামিতদের দেওয়া হয়েছে। কোন সমস্যা হলে সেই নম্বরে যোগাযোগ করলে সেখান থেকে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়া হবে। অন্যান্য পরিসেবা প্রশাসন দেখবে। এছাড়াও প্রতিটি ব্লকে একটি করে সেভ হোমে তৈরি করার চেষ্টা চলছে। মেটেলি ব্লকে ইতিমধ্যে তৈরি হয়েছে। মাল ও নাগরাকাটা ব্লকেও করা হবে। 
এই প্রক্রিয়ায় চিকিৎসা শুরুর পর এক সংক্রামিতের সাথে ফোনে যোগাযোগ করা হলে সেই ব্যাক্তি জানান, প্রশাসনের নির্দেশ মতো আমি হোম আইসোলেশনে আছি। আমার কোন উপসর্গ নাই। সর্দি একটু হয়েছে। ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাচ্ছি। গতকাল জানতে পারি আমি সংক্রামিত। তবে বাড়ি থেকে বের হব না। 
মাল পৌরসভার স্বাস্থ্য বিভাগের কো-অর্ডিনেটর সুপ্রতিম দাস বলেন, যেসব উপসর্গ হীন সংক্রামিত বাড়িতে আছেন। তাদের সমস্যা গুলি সংশ্লিষ্ট কাউন্সিলর দেখছেন। তাছাড়া পৌরসভায় জানালে প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য তাদের হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। কিছুক্ষন আগেই একজনকে ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে।